Site icon Jamuna Television

সিলেটে বিএনপি নেতা আ ফ ম কামালকে ছুরিকাঘাতে হত্যা

সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আ ফ ম কামাল দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। রোববার (৬ নভেম্বর) রাত ৮টার দিকে নগরীর আম্বরখানা বড়বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আ ফ ম কামাল ব্যক্তিগত গাড়িতে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় কয়েকটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্ত তার গাড়ির গতিরোধ করে। গাড়ি থেকে নামিয়ে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেলে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কে বা কারা কী কারণে আ ফ ম কামালকে হত্যা করে সেসম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারেনি পুলিশ। হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে নগরীতে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগের বিভিন্ন ব্যানার ফেস্টুন ভাঙচুর করা হয়।

ইউএইচ/

Exit mobile version