Site icon Jamuna Television

আবারও পয়েন্ট হারালো রোনালদোর ম্যানইউ

এবার অ্যাস্টন ভিলার কাছে পরাজয়ের তেতো স্বাদ পেলো ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড। ভিলার মাঠে ম্যাচের ৭ মিনিটে গোল খেয়ে বসে রেড ডেভিলরা। জেকব রামসির অ্যাসিস্ট থেকে স্কোর শিটে নাম তোলেন লিওন বেইলি। মিনিট দুয়েকের মাথায় আবারও গোল হজম করে বসে ডি গিয়া। এবারের স্কোরার লুকাস।

প্রথমার্ধের শেষ মিনিটে এক গোল শোধ করলেও তা ছিলো অ্যাস্টন ভিলার আত্মঘাতী গোল। জেকব রামসির সেই গোলে ২-১ স্কোর লাইন নিয়ে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরুতে কিছু বুঝে ওঠার আগেই ম্যাচের ৩য় গোলট হজম করে বসে ম্যানচেস্টার ইউনাইটেড। ৪৯ মিনিটে গোলটি করেন জ্যাকব রামসি। এরপর রোনালদো, রাশফোর্ড, ক্যাসেমিরো, এরিকসনদের নিয়ে সাজানো ম্যানচেস্টার ইউনাইটেড শুধু চেয়ে চেয়ে দেখেছেন নিজেদের হার।

এই জয়ের ফলে টেবিলের সবশেষ অবস্থান থেকে ১৭-তম স্থানে উঠে এসেছে অ্যাস্টন ভিলা। আর ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচেই রইলো টেন হ্যাগের দল।

Exit mobile version