Site icon Jamuna Television

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত

রাজধানীতে গোয়েন্দা পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ দুই জন নিহত হয়ছে। গভীর রাতে বাড্ডা থানা এলাকায় গোয়েন্দা পুলিশের সাথে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে একজন নুরুল ইসলাম ওরফে সানি আওয়ামী লীগ নেতা ফরহাদ হত্যা মামলার আসামি। অপরজনের নাম অমিত, সে তালিকাভুক্ত সন্ত্রাসী।

পুলিশ বলছে, বন্দুকযুদ্ধের পর তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেয়া হয়। তখন জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি এখনো ঢাকা মেডিকেলের জরুরি বিভাগেই রয়েছে।

Exit mobile version