Site icon Jamuna Television

মিশরে শুরু বার্ষিক জলবায়ু সম্মেলন

ছবি: সংগৃহীত।

মিসরে শুরু হয়েছে বার্ষিক জলবায়ু সম্মেলন ‘কপ-টোয়েন্টি সেভেন’। দুই সপ্তাহব্যাপী এই আয়োজনে ১৯০টিরও বেশি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। ঐতিহ্যবাহী শারম-আল-শেখ নগরীতেই এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। খবর বিবিসির।

রোববার (৬ নভেম্বর) সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন মিসরের পররাষ্ট্রমন্ত্রী এবং কপ-টোয়েন্টি সেভেনের প্রেসিডেন্ট সামেহ শুকরি। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলো ধনী রাষ্ট্রের কাছে যে ক্ষতিপূরণ চাইছে, সেটি এজেন্ডায় রাখা হয়েছে। কারণ এক দশকেরও বেশি সময় ধরে আলোচনায় বসতেই নারাজ ছিল ধনী দেশগুলো।

সামেহ শুকরি জানান, জলবায়ু তহবিল গঠনে আনুষ্ঠানিক আলোচনার সুযোগ তৈরি করা সম্ভব হয়েছে। তবে এবারের সম্মেলনে ক্ষতিপূরণ পাওয়ার নিশ্চয়তা মিলবে না। ২০২৪ সালের দিকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসতে পারে।

এসজেড/

Exit mobile version