Site icon Jamuna Television

গুলশানে বৈদ্যুতিক সঞ্চালন লাইন থেকে অগ্নিকাণ্ড

প্রতীকী ছবি।

রাজধানীর গুলশান দুইয়ের ৩৭ নাম্বার সড়কে বৈদ্যুতিক ট্রান্সমিটারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (৭ নভেম্বর) সকাল আটটার দিকে সুপার শপ আগোরার পেছনের সড়কটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শুরুতে আশেপাশের নিরাপত্তাকর্মীরা আগুণ নেভানোর চেষ্টা করে। এরপর খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয় ফায়ার সার্ভিস। পরে আগুণ নিয়ন্ত্রণে আনেন তারা।

প্রত্যক্ষদর্শীরা বলেন, কোথা থেকে আগুনের সূত্রপাত ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

/এম ই

Exit mobile version