Site icon Jamuna Television

বিশ্বকাপ থেকেই কি ছিটকে গেলেন কৌতিনহো!

ছবি: সংগৃহীত

ফর্ম নয়, ইনজুরির কারণে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে ছিলেন না ফিলিপে কৌতিনহো। অ্যাস্টন ভিলার কোচ উনাই এমেরি জানিয়েছেন এই খবর। ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগের দিনই এমেরি জানালেন, পেশির চোটে আক্রান্ত কৌতিনহোকে দলের বাইরে থাকতে হবে ৯-১০ সপ্তাহ। আর এর মানে, কাতার বিশ্বকাপ খেলার আশা প্রকারান্তরে হয়তো শেষই হয়ে গেল এই প্লে মেকারের। খবর গোল ডটকমের।

ছবি: সংগৃহীত

বার্মিংহাম মেইলকে দেয়া সাক্ষাৎকারে উনাই এমেরি বলেন, কৌতিনহোর ইনজুরি। আমি জানি না কতদিন তাকে মাঠের বাইরে থাকতে হবে। ম্যানইউর বিপক্ষের ম্যাচে সে খেলতে পারেনি। সামনের বিরতি শেষ না হওয়া পর্যন্ত হয়তো খেলতেও পারবে না। এটা পেশির চোট। বৃহস্পতিবার ও রোববারের ম্যাচেও সে খেলতে পারবে না। কারণ, কয়েকদিনের জন্যই মাঠের বাইরে চলে গেছে সে।

বিশ্বকাপের বাকি এখন দুই সপ্তাহরও কম সময়। কৌতিনহোর জন্য চোটে পড়ার এর চেয়ে খারাপ সময় হয়তো আর কিছুই হতে পারতো না! ফর্মের কারণেই হয়তো কৌতিনহোকে তিতের দলে জায়গা পেতে লড়তে হতো। এবার চোটে পড়ে ব্রাজিল কোচের কাজ বোধহয় কিছুটা সহজই করে দিলেন তিনি!

আরও পড়ুন: আবারও পয়েন্ট হারালো রোনালদোর ম্যানইউ

/এম ই

Exit mobile version