Site icon Jamuna Television

প্রোটিয়াদের বিদায়ে এবার ট্রল করলেন শচীন!

ছবি: সংগৃহীত

প্রয়োজনের মুহূর্তে আবার একবার ভেঙে পড়ে নিজেদের ‘চোকার্স’ অভিধা নতুন করে প্রতিষ্ঠিত করলো দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকেই সেমিফাইনালে যাওয়ার দৌড়ে এগিয়ে থেকেও শেষ ম্যাচে নেফারল্যান্ডের বিরুদ্ধে ১৩ রানে হেরে ছিটকে পড়েছে প্রোটিয়ারা। টেম্বা বাভুমার এই ‘চোক’ করার প্রবণতায় এবার ট্রল করেছেন ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকার।

এমনিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল করতে দেখাই যায় না টেন্ডুলকারকে। তবে এবার টুইট করে দারুণ রসবোধের পরিচয় দিয়েছেন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটার। টুইটে লিখেছেন, বন্ধুর সাথে সকালের নাশতা খেতে গিয়েছিলাম। বন্ধুকে বলেছি, আমরা ‘গো ডাচ’ (বিল ভাগাভাগি) করবো। এই প্রস্তাব শুনে তার দমবন্ধ হওয়ার উপক্রম হয়!

টুইটের নিচে হ্যাশট্যাগে সাউথ আফ্রিকা বনাম নেদারল্যান্ডস লেখা দেখেই পরিষ্কার হয় শচীন আসলে কী বলতে চেয়েছেন। অপ্রত্যাশিতভাবে বিশ্বকাপ থেকে দক্ষিণ আফ্রিকার বিদায়ে এভাবেই সূক্ষ্ম কৌতুক করলেন শচীন। তারপর নেদারল্যান্ডস দলের একটি ছবি পোস্ট করেন। সেখানে ক্যাপশনে লেখেন, রোববার সকালটা স্বাস্থ্যকরভাবেই শুরু হলো। মনে হচ্ছে, দিনটায় সৌরভ মেখে দিলো কমলার জুস।

/এম ই

Exit mobile version