Site icon Jamuna Television

কানাডায় তীব্র দাবদাহে ১৭ জনের মৃত্যু

কানাডার কুইবেকে তীব্র দাবদাহে গেল দু’দিনে প্রাণ হারিয়েছেন অন্তত ১৭ জন। এদের মধ্যে মন্ট্রিল শহরেই ১২ জনের মৃত্যু হয়েছে।

বুধবার শহরটিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গণস্বাস্থ্য বিভাগ জানায়, নিহতদের প্রায় সবাই একা বাস করতেন; বেশিরভাগের বাড়িতে ছিলো না শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা। এরইমাঝে, মন্ট্রিল,ওন্টারিওসহ কুইবেকের শহর ও গ্রামগুলোয় জরুরি সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। গরমে হাসফাঁস করছেন মধ্য ও পূর্বাঞ্চলের বাসিন্দারাও। আগামী দু’দিনে পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছে প্রশাসন।(( আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার কুইবেকে তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রিতে পৌঁছাতে পারে।))

Exit mobile version