Site icon Jamuna Television

আর্জেন্টিনা শিবিরে সুখবর, মাঠে ফিরেছেন ডি মারিয়া

ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরের জন্য আছে সুখবর। ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছেন আনহেল ডি মারিয়া। ঊরুতে চোট কাটিয়ে সিরি আ’তে ইন্টারের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচের ৮১তম মিনিটে বদলি খেলোয়ার হিসেবে মাঠে য়্যুভেন্টাসের ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।

বিশ্বকাপের আগে চোটে পড়ে আর্জেন্টিনার দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছিলেন ডি মারিয়া। ঊরুতে চোট পাওয়ায় বিশ্বকাপে খেলা নিয়ে সংশয়ে ছিলেন তিনি। সেই শঙ্কা কেটে গেছে। প্রায় এক মাস মাঠের বাইরে থাকার পর এই আর্জেন্টাইন তারকা গতরাতে (৬ নভেম্বর) খেলতে নামেন।

ডি মারিয়ার ফেরার ম্যাচে জয় পেয়েছে জুভেন্টাস। ইতালিয়ান সিরি আ’র ম্যাচে ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়েছে তারা। এই জয়ে লিগ টেবিলের পাঁচে উঠে এসেছে তারা। আদ্রিয়েন র‍্যাবিওত ও নিকোলো ফ্যাগিওলির গোলে জয় পায় তুরিনের ওল্ড লেডি।

আরও পড়ুন: দিবালাকে নিয়ে সুখবর দিলেন মরিনহো

/এম ই

Exit mobile version