Site icon Jamuna Television

কুয়েটে পরীক্ষার আগে ছুটির দাবিতে শিক্ষার্থীদের প্রধান ফটকে তালা

খুলনা ব্যুরো:

পরীক্ষার আগে এক সপ্তাহ ক্লাস বন্ধের দাবিতে প্রধান ফটকে তালা দিয়ে ক্লাস বর্জন করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা। সোমবার (৭ নভেম্বর) সকাল থেকে তারা একত্রিত হয়ে ক্লাস বর্জন করেন।

কুয়েট শিক্ষার্থীরা জানান, বছরে দুই টার্মের মাঝে কুয়েটে মিট ব্রেক (এক সপ্তাহে বন্ধ) দেয়া হয়। তবে চলতি বছরের প্রথম ও দ্বিতীয় টার্মের মাঝে কোনো বন্ধ দেয়া হয়নি। এতে শিক্ষার্থীরা মানসিকভাবে অস্বস্তির মধ্যে আছেন।

তারা বলেন, আগামী ১০ ডিসেম্বর আমাদের দ্বিতীয় টার্মের পরীক্ষা শুরু হবে। আমরা দাবি জানিয়েছি পরীক্ষা শুরুর আগে মিট ব্রেক (এক সপ্তাহের বন্ধ) দেয়ার জন্য। তবে প্রশাসন রাজি না হওয়ায় আমরা ক্লাস বর্জন করেছি।

এ প্রসঙ্গে কুয়েটের জন সংযোগ কর্মকর্তা মনজ কুমার বলেন, কিছু দাবিতে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের সাথে আলোচনা করে বিষয়টি সমাধান করবে।

ইউএইচ/

Exit mobile version