Site icon Jamuna Television

হামলা ছিল সাজানো নাটক, অভিনয়ে শাহরুখ-সালমানকে ছাড়িয়ে গেছেন ইমরান: মাওলানা ফজলুর

কোলাজ : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের ওপর হামলার ঘটনাকে সাজানো নাটক বলে আখ্যা দিয়েছেন দেশটির অপর বিরোধী দল পিডিএম’র প্রধান মাওলানা ফজলুর রহমান। খবর এনডিটিভির।

রোববার (৬ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। এ সময় মাওলানা ফজলুর রহমান বলেন, অভিনয়ে তিনি বলিউড তারকা শাহরুখ খান ও সালমান খানকেও ছাড়িয়ে গেছেন।

পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট দলের শীর্ষ এই নেতা বলেন, ওয়াজিরাবাদে লংমার্চে হামলার কথা শুনে প্রথম দিকে আমি ইমরান খানের প্রতি সহানুভূতি জানিয়েছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে এটি একটি নাটক ছিল।

তিনি বলেন, ইমরানকে লক্ষ্য করে একটি গুলি করা হয়েছে নাকি তার বেশি এবং আঘাতটি এক পায়ে নাকি উভয় পায়ে- তা স্পষ্ট নয়। এছাড়া আরও অবাক করার বিষয় এই যে তাকে কাছের হাসপাতালে (ওয়াজিরাবাদে) ভর্তি করার পরিবর্তে লাহোরে নিয়ে যাওয়া হয়েছিল। এ দিনের সংবাদ সম্মেলনে তিনি গত ৩ নভেম্বর সংঘটিত হামলার ঘটনা সঠিকভাবে তদন্ত করারও আহ্বান জানান।

এএআর/ইউএইচ/

Exit mobile version