Site icon Jamuna Television

ব্রিটেনে আবারও ‘নোভিচক’ বিষ প্রয়োগের ঘটনা

আবারও বিষাক্ত নার্ভ এজেন্ট-নোভিচক প্রয়োগে হত্যাচেষ্টার ঘটনায় উত্তপ্ত ব্রিটেন। ইংল্যান্ডের উইল্টশায়ার কাউন্টিতে চার্লি রাউলি এবং ডন স্টারগেস নামের এক দম্পতিকে গেলো শনিবার অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ।

এরপর থেকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তারা।

পুলিশ বলছে, শারীরিক পরীক্ষায় এই দম্পতির দেহে বেশ কিছু অস্বাভাবিক লক্ষণ ধরা পড়েছে। এর আগে লন্ডনের সলসবুরিতে সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপল হত্যাচেষ্টায় একই ধরণের লক্ষণ শনাক্ত করা হয়েছিলো। তাই রাউলি-স্টারগেস দম্পতিকে হত্যাচেষ্টায় নোভিচক ব্যবহারের ব্যাপারে নিশ্চিত পুলিশ।

তবে তাদের হত্যাচেষ্টার কারণ বা এতে জড়িতদের ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। গেলো মার্চে স্ক্রিপল ও তার মেয়েকে নোভিচক প্রয়োগে হত্যাচেষ্টার ঘটনায় রাশিয়াকে অভিযুক্ত করে ব্রিটেন। ঘটনার জেরে সে সময় কূটনীতিক বহিষ্কারসহ বেশ কিছু পাল্টাপাল্টি পদক্ষেপ নেয় দু’দেশ।

Exit mobile version