Site icon Jamuna Television

টুইটারের ভারতীয় কার্যালয়ের ৯০ শতাংশ কর্মী ছাঁটাই

ভারতে টুইটারের কার্যালয়ে কর্মরত ৯০ শতাংশ কর্মীকে ছাঁটাই করা হয়েছে। এর ফলে দেশটিতে কার্যক্রম বন্ধ করতে পারে মাইক্রোব্লগিং সাইটটি, এমন শঙ্কা দেখা দিয়েছে। গেল শুক্রবার থেকে বাস্তবায়ন করা হচ্ছে এই সিদ্ধান্ত। এর ফলে এখন পর্যন্ত টুইটারের ভারতীয় কার্যালয় থেকে ২৩০ কর্মীর মধ্যে ১৮০ জনকেই বরখাস্ত করা হয়েছে। মূলত বিক্রয়, বিপণন ও নীতি নির্ধারণী বিভাগের কর্মীদের ছাঁটাই করা হয়েছে বেশি।

এদিকে, যুক্তরাষ্ট্রে টুইটারের প্রধান কার্যালয় থেকে ছাঁটাই করা কর্মীদের মধ্যে থেকে কিছু কর্মীকে আবারও কর্মস্থলে ফেরার আহ্বান জানানো হয়েছে। চাকরি হারানোর পর আবারও কর্মস্থলে যোগদানের সুযোগ পেয়ে টুইট করেন প্রতিষ্ঠানটির বেশ কয়েকজন কর্মী।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভুলবশত তাদের কাছে ছাঁটাইয়ের মেইল পাঠানো হয়েছিল। এছাড়া যাদের ফিরে আসতে বলা হচ্ছে, তাদের মধ্যে এমন কেউ কেউ রয়েছেন, যাদের কর্মদক্ষতা ভালোভাবে যাচাই করা হয়নি। টুইটারের নতুন কর্মপদ্ধতির পক্ষে তারা উপযোগী কিনা, তা যাচাই না করেই বাদ দেয়া হয়েছিল।

ইউএইচ/

Exit mobile version