Site icon Jamuna Television

শুরুর আগেই শেষ জনির প্রেম!

জনপ্রিয় হলিউড অভিনেতা জনি ডেপ ও তার অ্যাটর্নি জোয়েল রিচ।

কিছুদিন আগেই শোনা গিয়েছিল, অভিনেতা জনি ডেপ তার মানহানির মামলার একজন অ্যাটর্নির সঙ্গে ডেট করছেন, যার নাম জোয়েল রিচ। তবে, সম্প্রতি শোনা গেছে সেই আইনজীবীর সঙ্গে আর সম্পর্ক নেই জনির।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম ‘দ্য সান’ এর বিরুদ্ধে মানহানির মামলায় জনি ডেপের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন জোয়েল রিচ। লন্ডন ভিত্তিক এ আইনজীবীর সঙ্গে বেশ কয়েকবার ক্যামেরাবন্দীও হয়েছিলেন জনি। তাদের মাঝে প্রেমের সম্পর্ক চলছে, এমনটাই জানিয়েছিল বেশ কয়েকটি গণমাধ্যম। তবে, সম্পর্কের ব্যাপারটি প্রকাশ্যে আনার আগেই প্রেম ভেঙে গেছে এ জুটির।

জনি ডেপের কাছের এক সূত্র জানিয়েছে, জোয়েল রিচের সঙ্গে সম্পর্ক ভেঙ্গেছেন জনি। তবে কেনো এ সম্পর্ক ভেঙে গেছে সে ব্যাপারে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। অ্যাম্বারকে বিয়ের পর হওয়া ‘ভয়ংকর অভিজ্ঞতা’ পর আবারও নতুন কারো সঙ্গে সম্পর্কে জড়াতে ভয় পাচ্ছেন কি না- এখন এমন প্রশ্ন তুলছেন ভক্তরা।

/এসএইচ

Exit mobile version