Site icon Jamuna Television

পেছালো ‘আদিপুরুষ’ এর মুক্তি

ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি।

জনপ্রিয় দক্ষিণী অভিনেতা প্রভাস অভিনীত সর্বভারতীয় সিনেমা ‘আদিপুরুষ’-এর মুক্তি পিছিয়ে দেয়া হয়েছে।

সোমবার (৭ নভেম্বর) এমনটাই জানিয়েছেন সিনেমার পরিচালক ওম রাউত।

এক বিবৃতিতে ওম জানান, আদিপুরুষ শুধুই একটি সিনেমা নয়, বরং প্রভু শ্রী রাম এবং ভারতীয় সংস্কৃতি এবং ইতিহাসের প্রতি শ্রদ্ধার এক প্রতিফলন। এজন্য, এ সিনেমার পেছনে আরও সময় দিতে হবে আমাদের। স্পত্য বলতে, কোনো খুঁত রেখে এ সিনেমা মুক্তি দিতে চাই না। সিনেমাটি আগামী বছরের ১৬ জুন প্রক্ষাগৃহে মুক্তি পাবে বলেও জানান তিনি।

তবে বলিউড বিশ্লেষকদের ধারণা, ‘আদিপুরুষ’ এর টিজারে ভারতীয় ইতিহাসের বৈগ্রহিক চরিত্রদের রূপায়ণ ঠিক মতো করা হয়নি, যা নিয়ে আপত্তি উঠতে শুরু করেছে বিভিন্ন মহল থেকে। বিশেষ করে রাবণের ভূমিকায় সাইফের লুক তীব্র সমালোচনার মুখে পড়েছে। সিনেমার ভিএফএক্সের গুণমান নিয়েও উঠেছে প্রশ্ন।

তাই, এসব দিক বিবেচনা করেই সিনেমা মুক্তির তারিখ পিছিয়ে দেয়া হয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

/এসএইচ

Exit mobile version