
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় রফিকুল আমিন বোরহান নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বোরহান মৌলভীবাজার সদর উপজেলার কুচারমহল এলাকার আব্দুস শহীদ মিয়ার ছেলে। ট্রাফিক পুলিশের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে তিনি মারা গেছেন বলে অভিযোগ পরিবারের।
স্থানীয়রা জানায়, সোমবার (৭ নভেম্বর) বিকেলে এ ঘটনাটি ঘটে। শহরের জুগিডর এলাকায় ট্রাফিক পুলিশের সিগন্যাল অমান্য করে যেতে চাইলে পুলিশ ধাওয়া দিলে বাসের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই বোরহান মৃত্যুবরণ করে। সাথে থাকা অন্য আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় সিলেটে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তাৎক্ষণিক ট্রাফিক পুলিশের দুই সদস্যকে ক্লোজ করা হয়েছে। মৃত্যুর খবর জানাজানি হলে এলাকার লোকজন মৌলভীবাজার সিলেট আঞ্চলিক মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ সুপারের নির্দেশ তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত
হন অতিরিক্ত পুলিশ সুপার হাসান মো. নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার জো জিয়াউর রহমান।
ইউএইচ/



Leave a reply