Site icon Jamuna Television

শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার হলো নিখোঁজ বুয়েট শিক্ষার্থীর মরদেহ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারদিন নূর পরশ (২৪)।

নিখোঁজের ৩ দিন পর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার হলো নিখোঁজ বুয়েট শিক্ষার্থীর মরদেহ।

সোমবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার বনানী ঘাট থেকে ফারদিন নূর পরশের (২৪) মরদেহ উদ্ধার করা হয়। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাবের যুগ্ম-সম্পাদক ছিলেন।

তিন ভাইয়ের মধ্যে বড় ফারদিন পরিবারের সঙ্গে ঢাকার ডেমরা থানার কোনাপাড়া এলাকায় থাকতেন। সন্ধ্যায় নৌ পুলিশের ফোন পেয়ে নারায়ণগঞ্জে গিয়ে ফারদিনের মরদেহ শনাক্ত করেন তার বাবা নূরউদ্দিন রানা। তিনি জানান, গত শুক্রবার রাত সাড়ে ১১টার পর থেকে ফারদিনের মোবাইল ফোন বন্ধ ছিল। তার সর্বশেষ অবস্থান ছিল রামপুরা থানা এলাকায়। কোথাও তার খোঁজ না পেয়ে শনিবার একটি সাধারণ ডায়েরিও করা হয়।

নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশ জানিয়েছে, সন্ধ্যায় স্বজনরা মরদেহ শনাক্ত করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে আছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ফারদিনের সবশেষ অবস্থানে তার সাথে কারা কারা ছিল সেটি খতিয়ে দেখছে পুলিশ।

Exit mobile version