Site icon Jamuna Television

সেমিফাইনালের আম্পায়ারদের নাম ঘোষণার পর হতাশ পাকিস্তান সমর্থকরা

ছবি: সংগৃহীত

টি-২০ বিশ্বকাপে দুই সেমিফাইনালের আম্পায়ারদের নাম ঘোষণা করলো আইসিসি। আম্পায়ারদের নাম শুনে হতাশ হয়েছেন পাকিস্তানি সমর্থকেরা।

জানা গেছে, নিউজিল্যান্ড বনাম পাকিস্তানের ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন মারাইস ইরাসমাস এবং রিচার্ড ইলিংওয়ার্থ। আর, তৃতীয় আম্পায়ারের দায়িত্বে থাকবেন রিচার্ড ক্যাটলব্রো এবং চতুর্থ আম্পায়ার মাইকেল গফ। আর, ম্যাচ রেফারি ক্রিস ব্রড।

তবে মারাইসকে নিয়েই যতো ভয় পাকিস্তানিদের। কারণ, বিশ্বকাপে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ইরাসমাসের অধীনেই খেলেছিল পাকিস্তান। সে ম্যাচে ইরাসমাসের ওপর ভিরাট কোহলির প্রভাব বিস্তার নিয়ে হয়েছিল আলোচনা-সমালোচনা।

অপরদিকে, ২য় সেমিফাইনালে ভারত-ইংল্যান্ড ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন কুমার ধর্মসেনা এবং পল রেইফেলকে।

/এসএইচ

Exit mobile version