Site icon Jamuna Television

আগেও করেছে, ভবিষ্যতেও করবে; মার্কিন নির্বাচনে ওয়াগনার গ্রুপের হস্তক্ষেপ

২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভার্জিনিয়ার আর্লিংটনে দেখা গেছে 'এখানে ভোট দিন' লেখা পতাকা। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে হস্তক্ষেপ করছে রাশিয়ার আলোচিত ভাড়াটে সেনাদল ‘দ্য ওয়াগনার গ্রুপ’। সোমবার (৮ নভেম্বর) রুশ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিবৃতিতে এমনটি স্বীকার করে দলটির প্রধান ইয়েভগেনি প্রিগোজিন বলেন, মার্কিন নির্বাচনে আগেও প্রভাব খাটিয়েছেন তারা। আর ভবিষ্যতেও করে যাবেন। খবর রয়টার্সের।

পুতিনের মিত্র ব্যবসায়ী প্রিগোজিন বলেন, সাবধানতার সাথে সূক্ষ্মভাবে কৌশল প্রয়োগের অভিজ্ঞতা আছে আমাদের। কারণ, আমরা জানি কীভাবে কাজটি করতে হয়। সূক্ষ্মাতিসূক্ষ্ম অস্ত্রোপচারে আমরা একইসাথে কিডনি ও লিভার-দুটোই অপসারণ করি।

ইয়েভগেনি প্রিগোজিন। ছবি: সংগৃহীত

২০১৮ এর নির্বাচনেও প্রিগোজিনের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন ভোটারদের মধ্যে বিভক্তি তৈরির অভিযোগ ওঠে। আগে প্রকাশ্যে খুব একটা কথা না বললেও ইউক্রেন যুদ্ধকে ঘিরে নতুন করে আলোচনায় আসেন প্রিগোজিন ও তার ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনার গ্রুপ।

গেলো শুক্রবার সেন্ট পিটার্সবার্গে ওয়াগনার সেন্টার নামে সদর দফতর খোলার ঘোষণা দেয় কুখ্যাত গ্রুপটি। যুক্তরাষ্ট্র ও ইইউর নিষেধাজ্ঞা রয়েছে প্রিগোজিনের বিরুদ্ধে।

/এম ই

Exit mobile version