Site icon Jamuna Television

রাশিয়ার সাথে অস্ত্র বিষয়ক কোনো সম্পর্ক নেই, উত্তর কোরিয়ার দাবি

ছবি: সংগৃহীত

রাশিয়ার সাথে অস্ত্র বিষয়ক কোনো সম্পর্ক নেই উত্তর কোরিয়ার। ভবিষ্যতেও তেমন কোনো পরিকল্পনা নেই। মঙ্গলবার (৮ নভেম্বর) এমন দাবি করেছে পিয়ংইয়ং। খবর রয়টার্সের।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার অভিযোগের জবাবে রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত হয় উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি। সেখানে বলা হয়, রাশিয়াকে অস্ত্র দেয়ার খবর ভিত্তিহীন।

ছবি: সংগৃহীত

গেলো সপ্তাহে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া একযোগে দাবি করে, ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে গোলাবারুদ সরবরাহ করছে উত্তর কোরিয়া। মার্কিন জাতীয় নিরাপত্তা বিভাগের মুখপাত্র জন কিরবি দাবি করেন, বিকল্প পথে মস্কোয় অস্ত্র পাঠায় পিয়ংইয়ং। রুট হিসেবে ব্যবহার করে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাকে। মার্কিন গোয়েন্দাদের কাছে এ বিষয়ক তথ্যপ্রমাণ আছে বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন: আগেও করেছে, ভবিষ্যতেও করবে; মার্কিন নির্বাচনে ওয়াগনার গ্রুপের হস্তক্ষেপ

/এম ই

Exit mobile version