Site icon Jamuna Television

মুন্সিগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জ সদরে মেয়েকে ধর্ষণের অভিযোগে স্বপন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী কিশোরীর অভিযোগের প্রেক্ষিতে সোমবার রাতে মুন্সিগঞ্জ পৌরসভার হাটলক্ষীগঞ্জ এলাকা থেকে অভিযুক্তকে আটক করে সদর থানা পুলিশ। এ ঘটনায় রাতেই একটি মামলা দায়ের হয়েছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৬ মাস আগে ভুক্তভোগী কিশোরীর মা-বাবার সাথে সাংসারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। একপর্যায় দুই মেয়ে ও এক ছেলেকে রেখে মা বিদেশে চলে যান। মা চলে যাওয়ার পর ওই কিশোরী তার দাদির বাসায় থাকতে শুরু করে। সম্প্রতি মেয়েকে নিয়ে হাটলক্ষীগঞ্জ এলাকায় একটি ভাড়া বাসায় চলে যান বাবা। মায়ের অনুপস্থিতে সেই ভাড়া বাসায় জোরপূর্বক মেয়েকে ধর্ষণ করে বাবা স্বপন। বাবার অত্যাচারে টিকতে না পেরে বাড়িওয়ালাকে জানালে বাবা ও মেয়েকে বাড়ি থেকে বের করে দেয়। কিশোরী ঘটনাটি তার নানিকে জানালে নানি কিশোরীকে তিরস্কার করে কখনো তাদের (নানির) বাসায় যেতে নিষেধ করেন। পরে ওই কিশোরী তার বাবার বন্ধুর মেয়ের কাছে ঘটনাটি জানালে স্থানীয়ভাবে বিষয়টি জানাজানি হয়। পরে স্থানীয়দের সহায়তায় ওই কিশোরী থানায় গিয়ে বাবার বিরুদ্ধে অভিযোগ করে।

মুন্সিগঞ্জ সদর থানার ওসি মো. তারিকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কিশোরীর অভিযোগের প্রেক্ষিতে তার বাবাকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। মেডিকেল রিপোর্ট আসলে বাকিটা বলা যাবে।

ইউএইচ/

Exit mobile version