Site icon Jamuna Television

ঘোড়াঘাটের সাবেক ইউএনওকে হত্যাচেষ্টা মামলায় প্রধান আসামির ১৩ বছরের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

দিনাজপুরের ঘোড়াঘাটের সাবেক ইউএনও ওয়াহিদা খানম এবং তার বাবাকে হত্যাচেষ্টা মামলায় প্রধান আসামি রবিউল ইসলামকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে জেলা দায়রা জজ-৩ আদালতের বিচারক বেগম সাদিয়া সুলতানা এই আদেশ দেন।

এর আগে মামলার একমাত্র আসামি রবিউল ইসলাম কারাগারের উপস্থিত হন। ২০২০ সালে ২ সেপ্টেম্বর রাতে উপজেলা পরিষদ চত্বরে ইউএনও’র সরকারি বাসভবনে হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত হন ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা। পরে ইউএনও’র ভাই বাদী হয়ে থানায় মামলা করেন। পরে ডিবি পুলিশ উপজেলা পরিষদের মালি রবিউলকে গ্রেফতার করে।

পুলিশের জানায়, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে রবিউল জানিয়েছে, চুরির কারণে তাকে চাকরিচ্যুত করায় ওয়াহিদার ওপর হামলা চালায় সে। হাইকোর্ট থেকে এতদিন জামিনে ছিল রবিউল।

ইউএইচ/

Exit mobile version