Site icon Jamuna Television

লগি বৈঠা দিয়ে মানুষ হত্যার রেকর্ড বিএনপির নেই: আমীর খসরু

বিএনপি সন্ত্রাসী দল নয়, জনগণের দল। লগি বৈঠা দিয়ে মানুষ হত্যার রেকর্ড বিএনপির নেই। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (৮ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহিলা দলের র‍্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এ মন্তব্য করেন তিনি। বলেন, আবার আগুন সন্ত্রাসের নাটক শুরু করেছে সরকার।

আমীর খসরু বলেন, দেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছে, তাই বিএনপির সন্ত্রাস করার দরকার নেই। সন্ত্রাস ও সহিংসতাই আওয়ামী লীগের একমাত্র পথ।

সবাইকে নতুন আগুন সন্ত্রাস ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। আন্দোলনের মাধ্যমে এদের সরাতে হবে।

ইউএইচ/

Exit mobile version