Site icon Jamuna Television

আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়িতে আর্জেন্টিনা দলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা সদরের পেরাছড়া ইউনিয়নের হাদুক পাড়ায় এ ঘটনা ঘটে। শিক্ষার্থীর নাম দীপেন ত্রিপুরা। তিনি হাদুকপাড়া এলাকার সুকোশল ত্রিপুরার ছেলে বলে জানা গেছে। নিহত দীপেন খাগড়াছড়ি সরকারি কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীপেন ত্রিপুরা আর্জেন্টিনার সমর্থক। ফুটবল বিশ্বকাপকে ঘিরে নিজ দলের সমর্থক হিসেবে আর্জেন্টিনার পতাকা বাঁশে লাগিয়ে টাঙাতে গেলে তা অসাবধানতাবসত বৈদ্যুতিক খুঁটির তারে লেগে যায়। এ সময় আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যা স্থানীয়রা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালে আনার আগেই দীপেন ত্রিপুরা মৃত্যুবরণ করেছে। লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি হাসপাতালে রয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আরিফ জানান, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

ইউএইচ/

Exit mobile version