Site icon Jamuna Television

সাজা কমানোর আপিল করেছে ক্রাইস্টচার্চ মসজিদে হামলাকারী

আদালতে ক্রাইস্টচার্চের মসজিদে হামলাকারী ব্রেন্টন ট্যারেন্ট।

যাবজ্জীবন কারাদণ্ডের সাজা কমানোর আপিল করলেন নিউজিল্যান্ডের মসজিদে হামলাকারী ব্রেন্টন ট্যারেন্ট। ২০২০ সালে, শ্বেতাঙ্গ এ হামলাকারীকে জামিন অযোগ্য যাবজ্জীবন কারাদণ্ড শোনান আদালত। যা, নিউজিল্যান্ডের সংবিধানে সর্বোচ্চ শাস্তি। খবর বিবিসির।

মঙ্গলবার (৮ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন নিউজিল্যান্ডের আদালত।

এ ব্যাপারে আপিল কোর্টের কৌসুলি ক্রিস আব্রাহাম জানান, এখনও আবেদনের প্রেক্ষিতে শুনানির কোনো দিন ধার্য হয়নি। বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

ক্রাইস্টচার্চের মসজিদে হামলায় নিহতরা।

প্রসঙ্গত, ট্যারেন্টের বিরুদ্ধে ক্রাইস্টচার্চের দুটি মসজিদে এলোপাতাড়ি গুলি চালিয়ে ৫১ মুসলিমকে হত্যা এবং ৪০ জনকে হত্যাচেষ্টার অভিযোগ প্রমাণিত হয়েছে। ধর্ম ও বর্ণবিদ্বেষ থেকেই হামলা চালিয়েছিলো অস্ট্রেলীয় ওই নাগরিক- এমনটা প্রমাণিত হয় আদালতে। ২০১৯ সালের ১৫ মার্চ, মসজিদে চালানো বর্বরোচিত হামলায় প্রাণ যায় ৫ প্রবাসী বাংলাদেশির।

/এসএইচ

Exit mobile version