ভারতের মহারাষ্ট্রের ওসমানাবাদ জেলার উপলা গ্রামে প্রায় ১০০ বিঘা জমি বানরদের নামে লিখে দিয়েছেন এক পঞ্চায়েত।
খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, বানরের দল যেন সাচ্ছন্দে বসবাস করতে পারে, সেজন্য ওই গ্রামের এক পঞ্চায়েত রীতিমতো রেজিস্ট্রি করে দান করে দিয়েছেন ৩২ একর বা ৯৬.৮ বিঘা জমি।
গ্রামটির বর্তমান পঞ্চায়েত বাপ্পা পদওয়াল বলেন, খুঁজে পাওয়া জমির নথিতে মালিকানার জায়গায় স্পষ্টভাবে ওই এলাকায় বসবাস করা সব বানরের কথা উল্লেখ আছে। তবে কে বা কোন পঞ্চায়েত, কবে এ কাজ করেছেন, তা আজ পর্যন্ত জানা যায়নি।
বানরদের অভয়ারণ্য গড়ে তুলতে রাজ্যের বন বিভাগ এ জমিতে বনায়ন করেছে। তাছাড়া এখানকার একটি পরিত্যক্ত বাড়িতে বানররা বসবাস করায় সেটি ভাঙা হয়নি।
/এনএএস

