Site icon Jamuna Television

বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত হওয়ার ম্যান্ডেট নেই জাতিসংঘের: গোয়েন লুইস

বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।

বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত হওয়ার ম্যান্ডেট জাতিসংঘের নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। বলেন, সরকার আমন্ত্রণ জানালে অথবা নিরাপত্তা পরিষদ চাইলেই কেবল এতে সম্পৃক্ত হতে পারবে জাতিসংঘ।

মঙ্গলবার (৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে কূটনৈতিক রিপোর্টারদের আয়োজন ডিক্যাব টকে তিনি এ কথা বলেন। চলমান রাজনৈতিক সহিংসতা নিয়ে জাতিসংঘের উদ্বেগ আছে জানিয়ে গোয়েন লুইস বলেন, মানুষ আহত হচ্ছে, মারা যাচ্ছে। এটা অবশ্যই উদ্বেগের। আমরা দলগুলোর পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয় এমনকি আইনশৃঙ্খলা বাহিনীকেও বলেছি, রাজনৈতিক কর্মসূচি যেন শান্তিপূর্ণ হয়, জননিরাপত্তা নিশ্চিত হয়। সমাবেশ বা প্রতিবাদ করা গণতন্ত্রেরই অংশ, এটাকে সম্মান করতে হবে। সংলাপের মাধ্যমে এ সমস্যার সমাধানের আহ্বান জানাই।

রোহিঙ্গা সঙ্কট নিয়েও কথা বলেন জাতিসংঘের ঢাকা মিশনের প্রধান। এ সঙ্কটের রাজনৈতিক সমাধান জরুরি উল্লেখ করে গোয়েন লুইস বলেন, বিশ্ব পরিস্থিতির কারণে বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের নাগরিকদের কারণে অর্থজোগাড় কঠিন হয়ে পড়েছে।

/এমএন

Exit mobile version