Site icon Jamuna Television

পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম সেমিতে নজর থাকবে যাদের ওপর

ছবি: সংগৃহীত+

সেমির মঞ্চে পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের লড়াই মানেই ব্ল্যাকক্যাপদের জন্য হতাশার গল্প। ১৯৯২ থেকে ২০২২; অকল্যান্ড থেকে সিডনি -মঞ্চ বদলালেও বদলায়নি প্রতিপক্ষ। ফাইনালে যাওয়ার লড়াইয়ে বুধবার (৯ নভেম্বর) কারা হবেন দুই দলের কি প্লেয়ার?

আসরজুড়ে ব্যাটিংয়ে হতশ্রী পারফরম্যান্স দেখিয়েছে পাকিস্তানি ব্যাটাররা। বাবর, রিজওয়ানদের ছন্দহীন ব্যাটিং পাকিস্তানের জন্য দুশ্চিন্তার কারণ।

তবে, পাকিস্তানের জন্য সেমির মঞ্চে ত্রাণকর্তায় রূপ নিতে পারেন শাদাব খান ও বাবর আজম। আসরের শুরুটা ভালো না হলেও বিগ ম্যাচে বাবর হয়ে উঠতে পারেন সেরা অস্ত্র। বাইশ গজে ধুঁকছেন বাবর, তবে দলের প্রয়োজনে বাবর হয়ে উঠতে পারেন অপ্রতিরোধ্য।

অপরদিকে, শাদাব খান আছেন দুর্দান্ত ফর্মে। বল হাতে যেমন করেছেন কিপটে বোলিং তেমনি ব্যাট হাতেও দেখা মিলেছে মারকাটারি ইনিংস।

পেসাররা এমনিতেই আছেন দারুণ ছন্দে। তবে, এর মাঝেও সিডনিতে দলের ভরসা হয়ে উঠতে পারেন এই দুই তারকা।

বিপরীতে, নিউজিল্যান্ডের কি প্লেয়ার হতে পারেন ওপেনার ফিন অ্যালেন ও পেসার ট্রেন্ট বোল্ট। প্রসঙ্গ যখন পেস কিংবা স্যুইং, বোল্ট সেখানে অন্যতম সেরাদের একজন। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ দুই ম্যাচে খরুচে হলেও সিডনিতে তার রেকর্ডটা নজরকাড়া। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত বল করেছেন এই তারকা।

অপরদিকে, অ্যালেনের দাপটে এবার একাদশেই সুযোগ পাননি পরীক্ষিত ওপেনার মার্টিন গাপটিল। পাওয়ারপ্লেতে তার ব্যাটিং তাণ্ডব প্রতিপক্ষকে তছনছ করে দিতে পারে যেকোনো সময়।

৯২ এর ওয়ানডে বিশ্বকাপ সেমিতে পাকিস্তানের কাছে হেরেই স্বপ্নভঙ্গ হয়েছিল কিউইদের। আর সেবার শিরোপা নিজেদের করে নেয় ইমরান খানের দল। পরিসংখ্যানেও দুই দলের লড়াইয়ে ঢের এগিয়ে পাকিস্তান।

পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের ধুলোজমা সেই স্মৃতির মঞ্চায়ণ কি আবার হবে? নাকি রচিত হবে আরেক আক্ষেপের গল্প? সিডনিতে মিলবে সেই উত্তর।

/এনএএস

Exit mobile version