Site icon Jamuna Television

বিশ্বকাপের ১ম সেমিফাইনাল; জমজমাট লড়াইয়ের প্রত্যাশায় দুই অধিনায়ক

বাবর আজম ও কেন উইলিয়ামসন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে বুধবার (৯ নভেম্বর) নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। সিডনিতে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। এ ম্যাচের আগে বারবার সামনে আসছে দুইদলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান। পরিসংখ্যানে কিউইদের থেকে এগিয়ে বাবর আজমের দল। তবে, সকল পরিসংখ্যানকে পাশে রেখে জমজমাট এক সেমিফাইনালের প্রত্যাশা দুই দলের।

গ্রুপ-টু’তে খাদের কিনারায় থাকা পাকিস্তান নিশ্চিত করেছে সেমিফাইনালের টিকিট। ভারত ও জিম্বাবুয়ের সাথে হারের পর বিশ্বকাপ থেকে অনেকটা বাদই পড়ে যাচ্ছিলো তারা। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সিডনিতে কিউইদের বিপক্ষে লড়বে বাবর আজমের দল।

দুদলের পরিসংখ্যান বলছে, এ পর্যন্ত খেলা ২৮ টি-টোয়েন্টি ম্যাচে শাহিন শাহ-রিজওয়ানরা জয় পেয়েছেন ১৭ ম্যাচে।

পাকিস্তানের ব্যাটিং কনসালটেন্ট ম্যাথু হেইডেন বলেন, গ্রুপ পর্বের খেলাগুলো খুবই রোমাঞ্চকর ছিল। দক্ষিণ আফ্রিকার সাথে নেদারল্যান্ডসের ম্যাচটি ছিল দুর্দান্ত। প্রত্যেকটা দলই তৈরি করেছিল সম্ভবনা। সেমিফাইনালে যেকোনো কিছুই হতে পারে। তবে সব ছাড়িয়ে ফাইনালের দিকেই চোখ পাকিস্তানের।

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান একবার চ্যাম্পিয়ন হলেও নিউজিল্যান্ডের কাছে তা এখনও সোনার হরিণ। আর এজন্যই আরেকবার নিজেদের সেরাটা উজাড় করে দিতে চান কেন উইলিয়ামসনরা।

এ প্রসঙ্গে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, পাকিস্তান খুবই শক্ত প্রতিপক্ষ। তাদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচ হবে বলে আশা করি। অতীতের কোনো পরিসংখ্যানে যেতে চাই না আপাতত। আমাদের দলে অভিজ্ঞতা ও তারুণ্যের দারুণ এক সংমিশ্রণ আছে। আশা করছি সেটা ধরে রেখে নিজেদের সেরা খেলাটা উপহার দিতে পারবো।

প্রসঙ্গত, ১৯৯২ বিশ্বকাপে ভাঙ্গাচোরা দল নিয়ে ইমরানখানের নেতৃত্বে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। সেবারও সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল তারা। এবারও যদি তেমনই কিছু ফিরে আসে সেক্ষেত্রে আনপ্রেডিক্টেবলের তকমাটা আরও জোরদার হবে পাকিস্তানের।

/এসএইচ

Exit mobile version