Site icon Jamuna Television

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ফরাসি মডেল

ছবি: সংগৃহীত

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ফরাসি মডেল এবং রিয়েলিটি শো তারকা মেরিন এল হিমার। আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, ইনস্টাগ্রামে দেয়া একটি পোস্টে তিনি বলেন, এই মুহূর্তে অনুভব করা সুখ এবং আবেগের তীব্রতা প্রকাশ করার জন্য যথেষ্ট শক্তিশালী কোনো শব্দ আমার জানা নেই। আমি মনে করি এই আধ্যাত্মিক যাত্রা ইনশাআল্লাহ আমাকে পথ দেখাবে এবং আমার জীবনে উন্নতি বয়ে নিয়ে আসবে।

মরোক্কান-মিশরীয় বংশোদ্ভূত মেরিন এল হিমার ১৯৯৩ সালের জুলাই মাসে দক্ষিণ ফ্রান্সের বোর্দোতে জন্মগ্রহণ করেন। ওশেন এল হিমার নামে তার একটি যমজ বোন রয়েছে। তবে হিমার তার সৎ বাবার কাছে বেড়ে উঠেছেন।

এক সময় তিনি তার নিজের বাবা সম্পর্কে কিছু গবেষণা করেন এবং তারা মূলত কোথা থেকে এসেছেন তা নিয়ে অনুসন্ধান করেন। এই সময়েই তিনি ইসলামের সাথে পরিচিত হন এবং একপর্যায়ে তিনি ইসলাম গ্রহণ করেন।

/এনএএস

Exit mobile version