Site icon Jamuna Television

চতুর্থ শিল্প বিপ্লবকে ‘মানবিক’ করার আহ্বান টেলিযোগাযোগ মন্ত্রীর

চতুর্থ শিল্প বিপ্লবকে ‘মানবিক’ করার আহ্বান জানিয়েছেন টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। বললেন, মানুষকে আস্থা নিয়েই এই বিপ্লবে শরিক হতে পারে।

মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে টেলিযোগাযোগ খাতের সংগঠন টিআরএনবি ও রবি আয়োজিত সেমিনারে এ আহ্বান জানান তিনি। তাতে বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার বলেন, ফাইভ-জি সেবা থেকে সুফল পেতে হলে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রস্তুতি প্রয়োজন। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি দফতর যাতে নিজেদের ফাইভ-জি উপযোগী করে গড়ে তোলে, সেজন্য তৎপরতা বাড়াতে হবে।

সেমিনারে জানানো হয়, চারটি অপারেটর কোম্পানি ফাইভ-জি ট্রায়াল সম্পন্ন করেছে। এখন বাণিজ্যিক সেবা চালুর প্রস্তুতি চলছে। অপারেটর কোম্পানিগুলো তাদের বিনিয়োগ সুরক্ষার জন্যে নীতি সহায়তার দাবি জানান। বিটিআরসি ইতোমেধ্যে তরঙ্গ নিলাম করেছে। ইনফোটেইনমেন্ট, স্মার্ট সিটি, কৃষি, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে, ফাইভ-জি সেবা বড় সম্ভাবনা তৈরি করবে।

আলোচকরা বলেন, ফাইভ-জি মূলত ইন্ডাস্ট্রিয়াল প্রযুক্তি। শুধু ইন্টারনেট ও ভয়েস কলের মতো প্রথাগত সেবায় সীমাবদ্ধ থাকবে না এ সেবা।

/এমএন

Exit mobile version