Site icon Jamuna Television

প্লাস্টিকের বোতল কেটে বাঁচানো হলো নেকড়েকে

প্লাস্টিকের বোতলে মুখ আটকে যেয়ে প্রায় মরণাপন্ন একটি নেকড়েকে বাচঁতে সহায়তা করলো অপেশাদার প্রকৃতি আলোকচিত্রধারী একটি দল।

বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ভারতের নাগপুরে লেকের ধারে। দ্য ডেইলি মেইল অনলাইন এমনটিই জানিয়েছে।

২৬ বছর বয়সী তানয় পানপালিয়া পেশায় একজন হিসাবরক্ষক। তিনি বলেন, আমি ও আমার বন্ধুরা প্রকৃতির ছবি তুলতে নাগপুরে লেকের ধারে যাই। আমরা যখন প্রকৃতির ছবি তুলছিলাম তখন এই নেকড়েটিকে দেখতে পাই।

তানয় পানপালিয়া বলেন, নেকড়েটিকে দেখার সাথে সাথে আমরা নাগপুর বন বিভাগে খবর দিই এবং তারা এসে প্রায় দুই ঘন্টা পর নেকড়েটিকে উদ্ধার করে। তারা প্লাস্টিকের বোতলটি কেটে নেকড়েটিকে মৃত্যুর হাত থেকে রক্ষা করে। পরে উদ্ধারকারী দল নেকড়েটির দেহের তাপমাত্রা মেপে নেকড়েটিকে ছেড়ে দেয়।

তানয় বলেন, খাবারের খোঁজে নেকড়েটি বোতলের ভিতর মুখ দেয় এবং তখনই এটি তার মুখে আটকে যায়। নেকড়েটিকে দেখে মনে হচ্ছে সে অনেক দিন না খেয়ে ছিলো। ফলে তার শরীর শুকিয়ে গেছে।

তিনি আরও বলেন, বোতলটি সাধারণত বনের পাশে গ্রামের লোকেরা তাদের ঘরে খাবার রাখার জন্য ব্যবহার করতো। পরে খাবার শেষে তারা এটি বনে ফেলে দেয় এবং এ ঘটনাটি ঘটে। তানয় বলেন, মানুষের অজ্ঞতার কারণেই আজ নেকড়েটিকে এই অবস্থায় পড়তে হয়েছিলো।

Exit mobile version