Site icon Jamuna Television

চলে গেলেন মুজিবনগর সরকারের গার্ড অব অনার প্রদানকারী হামিদুল হক

ছবি: হামিদুল হক

মেহেরপুর প্রতিনিধি:

১৯৭১ সালের অস্থায়ী মুজিবনগর সরকারের গার্ড অব অনার প্রদানকারী হামিদুল হক (৮২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র ও ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার (৮) নভেম্বর রাত ১১টার দিকে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি।

মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আয়ূব হোসেন জানান, সোনাপুর গ্রামের মৃত নওশের মন্ডলের ছেলে হামিদুল হক বার্ধক্য জনিত কারণে মঙ্গলবার রাত ১১টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ১৯৭১ সালের ১৭ এপ্রিল অস্থায়ী মুজিবনগর সরকারের গার্ড অব অনার প্রদানকারী ১২ জন আনসার সদস্যের একজন ছিলেন হামিদুল হক।

বুধবার (৯ নভেম্বর) বেলা ১১টায় মুজিবনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান ও জানাজা শেষে নিজ গ্রাম সোনাপুর কবরস্থানে তার লাশ দাফন করা হবে।

ইউএইচ/

Exit mobile version