Site icon Jamuna Television

কেনিয়ায় নিহত পাকিস্তানি সাংবাদিক ‘টার্গেট কিলিংয়ের’ শিকার

ছবি: সংগৃহীত

কেনিয়ায় নিহত পাকিস্তানের জনপ্রিয় সাংবাদিক আরশাদ শরিফ ‘টার্গেট কিলিংয়ের’ শিকার। মঙ্গলবার (৮ নভেম্বর) এক সংবাদ বিবৃতিতে এ অভিযোগ তোলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। খবর বার্তা সংস্থা এপির।

গেল ২৩ অক্টোবর কেনিয়ায় সন্ত্রাসবাদ বিরোধী অভিযান চলাকালে প্রাণ হারান পাকিস্তানি সংবাদকর্মী। দেশটির সেনাবাহিনী জানায়, গোলাগুলি চলাকালে নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে গাড়ি নিয়ে পার হতে চাচ্ছিলেন আরশাদ। সেসময় ভুলবশত তার গায়ে গুলি লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনাটি তদন্তে একটি বিশেষ টিম গঠন করে পাকিস্তান সরকার। টিমকে পাঠানো হয় কেনিয়ায়। তাদের তদন্ত রিপোর্ট অনুযায়ী, দুর্ঘটনার কোনো আলামত পাওয়া যায়নি। বরং তাকে লক্ষ্য করেই গুলি চালানো হয়েছিল। যাকে ‘টার্গেট কিলিং’ হিসেবেই আখ্যা দেয়া যায়।

বিশ্লেষকদের অভিমত, পাকিস্তান সেনাবাহিনীর অন্যতম সমালোচক ছিলেন শরিফ। সে কারণে বিদেশে যাওয়ার পরও নিস্তার পাননি তিনি। তবে কেনো তিনি কেনিয়া গিয়েছিলেন- সেটি এখনো উদঘাটন করা যায়নি।

ইউএইচ/

Exit mobile version