Site icon Jamuna Television

বিমান ধরতে না পেরে কর্মীদের পেটালেন মেক্সিকান নারী

ছবি: সংগৃহীত

বিমানবন্দরে দেরি করে পৌঁছনোর কারণে বিমানে উঠতে পারেননি এক নারী যাত্রী। বিমানে উঠতে না পেরে রেগে গিয়ে বিমানবন্দরের কর্মীদের ওপর এলোপাতাড়ি কিল-চড়-ঘুষি মেরেছেন ওই নারী।

ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, মেক্সিকোর একটি বিমানবন্দরে ঘটনাটি ঘটেছে। ওই ঘটনার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযগমাধ্যমে ভাইরাল হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ওই নারী দেরি করে বিমানবন্দরে পৌঁছান। সেখানে পৌঁছে দেখেন তাকে ছেড়েই গন্তব্যের দিকে পাড়ি দিয়েছে বিমানটি। তা শুনেই উত্তেজিত হয়ে পড়েন ওই নারী।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক লাফে ‘চেক-ইন’ টেবিলের ওপর দিয়ে সেখানে দায়িত্বে থাকা বিমান সংস্থার কর্মীদের কাছে পৌঁছান ওই যাত্রী। এরপর বিমান সংস্থার কর্মীদের লক্ষ্য করে এলোপাতাড়ি কিল-চড়-ঘুষি মারতে থাকেন। নিজের স্যুটকেসটিও তিনি কর্মীদের দিকে ছুড়ে মারেন।

/এনএএস

Exit mobile version