Site icon Jamuna Television

রাজনৈতিক উত্তেজনা থাকলে অর্থনৈতিক সংকট উত্তরণ কঠিন হবে: কাদের

রাজনৈতিক উত্তেজনা থাকলে অর্থনৈতিক সংকট উত্তরণ কঠিন হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, সামনে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি হবে।

বুধবার (৯ নভেম্বর) সকালে সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বিএনপির আন্দোলনের মূল লক্ষ্য বিশ্ব সংকট থেকে দেশের সার্বিক পরিস্থিতির উত্তরণ নয়। জনমানুষের সমস্যা তাদের কাছে মূখ্য নয়। তারা রাজনৈতিক ইস্যুতেই আছে।

তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচন বর্তমান ইসির অধীনেই হবে। শেখ হাসিনা সরকার নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে। কাজেই ভয় পাওয়ার কিছু নেই।

ওবায়দুল কাদের জানান, বৈশ্বিক সংকটের কারণে ২৪ ডিসেম্বরের আওয়ামী লীগের কাউন্সিল জাঁকজমকপূর্ণ হবে না। কাউন্সিল সুষ্ঠু করার জন্য ১১টি উপ-কমিটি হয়েছে।

/এনএএস

Exit mobile version