Site icon Jamuna Television

লালমনিরহাটে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

লালমনিরহাট প্রতিনিধি:

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (৯ নভেম্বর) ভোররাতে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি এলাকার লোহাকুচি সীমান্তে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মহিষতলী গ্রামের মৃত সানোয়ারের ছেলে ওয়াজ কুরুনী (৩৫) ও একই এলাকার সাদেকের ছেলে আইনাল হক (৩০)।

নিহতদের পরিবার সূত্রে জানা যায়, বুধবার ভোররাতে নিহত দু’জন লোহাকুচি সীমান্তের ২২ নং পিলারের নিকট গেলে ভারতের শিতাই বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান তারা। পরে পরিবারের লোকজন তাদের লাশ বাড়িতে নিয়ে আসে।

এ ব্যাপারে লালমনিরহাট ১৫ (বিজিবি) দু’জনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানায়, প্রতিবাদপত্র দেয়ার প্রক্রিয়া চলছে।

ইউএইচ/

Exit mobile version