Site icon Jamuna Television

টস জিতে ব্যাটিং নিয়ে মানসিকভাবে এগিয়ে নিউজিল্যান্ড

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। দুই দলই নেমেছে অপরিবর্তিত একাদশ নিয়ে।

চলতি আসরে প্রথমে ব্যাট করা দলকে সিডনির চেয়ে বেশি সুবিধা দেয়নি কোনো ভেন্যুই। এখানে ছয় ম্যাচের পাঁচটিতেই প্রথমে ব্যাট করা দল পেয়েছে জয়। সিডনিতে রান তাড়া করে একমাত্র জয়টি পেয়েছে ইংল্যান্ড; শ্রীলঙ্কার দেয়া ১৪২ রান তারা করতে গিয়ে জয় পায় জস বাটলারের দল। তবে এই তাড়া করতে গিয়ে পাওয়ার প্লেতে ৭০ রান তুলে ফেলেও ১৪২ রান করতে ১৯.৪ ওভার পর্যন্ত ব্যাট করতে হয় ইংল্যান্ডকে। পরে ব্যাট করা দলের জন্য এখানে কাজটা তাই বেশ কঠিন।

পাকিস্তানের একাদশ: মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।

নিউজিল্যান্ডের একাদশ: ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, কেন উইলিয়ামসন, গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট ও লোকি ফার্গুসন।

আরও পড়ুন: রউফ বনাম কনওয়ে, অফস্পিনে পাকিস্তানের দুর্বলতা ও অন্যান্য

/এম ই

Exit mobile version