Site icon Jamuna Television

করোনার সকল বিধি নিষেধ তুলে নিলো আরব আমিরাত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাস সংক্রান্ত সকল বিধিনিষেধ তুলে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এখন থেকে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব মেনে চলার মতো বাধ্যবাধকতা থাকছে না।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত সরকার ঘোষণা করছে যে, মসজিদ, উন্মুক্ত জায়গা, উপাসনালয় এবং আবদ্ধ স্থানগুলোতে এখন থেকে ফেসমাস্ক পরা ঐচ্ছিক। করোনার নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর সরকারি স্থাপনা এবং অফিসে প্রবেশের জন্য গ্রিন পাসের প্রয়োজন হচ্ছে না।

/এনএএস

Exit mobile version