Site icon Jamuna Television

কক্সবাজারের ডিসিকে আদালত অবমাননার দায় থেকে অব্যাহতি

কক্সবাজার সমুদ্র সৈকতে যেন আর কোনো অবৈধ স্থাপনা গড়ে উঠতে না পারে, সেজন্য সব সময় তদারকি করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (৯ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই নির্দেশ দেন। এ সময় কক্সবাজারের জেলা প্রশাসক মামুনুর রশীদকে আদালত অবমাননার দায় থেকে অব্যাহতি দিয়ে এ সংক্রান্ত রুল নিষ্পত্তি করা হয়। এর আগে, সমুদ্র সৈকতের বালিয়াড়িতে ২৬০ এবং সুগন্ধা পয়েন্টে ৪১৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করার প্রতিবেদন হাইকোর্টে জমা দেন কক্সবাজারের ডিসি।

আইনজীবী মনজিল মোরসেদ জানিয়েছেন, কক্সবাজার সি বিচের বৈশিষ্ট্য রক্ষায় আদালতের দেয়া নির্দেশনা বাস্তবায়ন করতে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ভবিষ্যতে যাতে আর কেউ উচ্ছেদকৃত এলাকায় দখল বা স্থাপনা নির্মাণ করতে না পারে সে বিষয়ে তদারকি করতে বলেছেন।

/এমএন

Exit mobile version