Site icon Jamuna Television

নির্ধারিত সময়ে জাতীয় গ্রিডে আসছে না রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ

নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় গ্রিডে আসছে না রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ। নির্দিষ্ট সময়ের মধ্যে উপকেন্দ্র ও সঞ্চালন লাইন নির্মাণ না হওয়ায় এই বিদ্যুৎ কেন্দ্রের সুফল পেতে বিলম্ব হবে। এ অবস্থায় সমন্বিতভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ বিভাগ ও বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়।

বুধবার (৯ নভেম্বর) সকালে বিদ্যুৎ ভবনে দুই বিভাগের যৌথ সভা অনুষ্ঠিত হয়। সেখানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, কোভিড-১৯ ও ইউক্রেন যুদ্ধের প্রভাবে এই প্রকল্পের কাজ পিছিয়েছে। নির্ধারিত সময়ে কাজ শেষ না হলেও খুব একটা বিলম্ব যাতে না হয়, সেজন্য এখন সমন্বিতভাবে কাজ চলবে।

অন্যদিকে, দুই পক্ষের কারণেই উপকেন্দ্রের নির্মাণ কাজ দেরি হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

/এমএন

Exit mobile version