
ছবি: সংগৃহীত
প্রথম ওভারে ফিন অ্যালেন ও শেষ ওভারে ডেভন কনওয়েকে হারিয়ে পাওয়ার প্লেতে মন্থর সূচনা করেছেন নিউজিল্যান্ড। শাহিন আফ্রিদির দারুণ ইনসুইঙ্গারে ম্যাচের তৃতীয় বলেই এলবিডব্লিউ হয়েছেন বিপজ্জনক অ্যালেন। আর, পাওয়ার প্লের শেষ বলে ডেভন কনওয়ের রান আউটে ধাক্কা খেয়েছে কিউইদের বড় রানের স্বপ্ন। তবে নওয়াজের বলে গেল ফিলিপসের আউট বাবর আজমের দলকে ম্যাচে অনেকটাই এগিয়ে দিয়েছে।
ফিন অ্যালেনের মারকাটারি ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের উড়ন্ত সূচনা; এই ধারাবাহিকতায় ছেদ টেনেছেন শাহিন আফ্রিদি। সিডনিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে নতুন বলে জ্বলে ওঠেন শাহিন শান আফ্রিদি। প্রথম বলেই ফিন অ্যালেনকে প্রায় সাজঘরে পাঠিয়ে দিয়েছিলেন এই বাঁহাতি পেসার। তবে রিভিউ নিয়ে সে যাত্রা বেঁচে যান কিউই ওপেনার। পরের বলেই বাউন্ডারি হাঁকিয়ে নিজের মানসিকতার কোনো রাখঢাক না রাখা ফিন অ্যালেন টিকতে পারেননি আর কোনো বল। সাহিন আফ্রিদি তাকে ফেরান এলবিডব্লিউ করেই।
বলপ্রতি রান করতে থাকেন ডেভন কনওয়ে ও কেন উইলিয়ামসন। কিন্তু ৬ষ্ঠ ওভারের শেষ বলে মিড অফে বল ঠেলেই ঝুকিপূর্ণ রানের সিদ্ধান্তই কাল হলো কনওয়ের জন্য। শাদাব খানের সরাসরি থ্রোতে ভেঙে যায় স্ট্যাম্প। ২০ বলে ২১ রান করে সাজঘরে ফেরেন কনওয়ে। ইনফর্ম ব্যাটার গ্লেন ফিলিপসও মোহাম্মদ নওয়াজের আপাত নির্বিষ ডেলিভারিতে ফিরতি ক্যাচ দিয়ে ফিরলে আবারও নন স্ট্রাইক প্রান্ত থেকে হতাশ হতে হয় কেন উইলিয়ামসনকে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিউজিল্যান্ডের স্কোর ৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৩ রান।
আরও পড়ুন: রউফ বনাম কনওয়ে, অফস্পিনে পাকিস্তানের দুর্বলতা ও অন্যান্য
/এম ই



Leave a reply