জেলেনস্কিকে অস্কার দিলেন হলিউড তারকা

|

ছবি: সংগৃহীত

ফের ইউক্রেন সফরে গেলেন হলিউড তারকা শন পেন। সেখানে গিয়ে তিনি দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে অস্কার দিয়েছেন। তিনি তার ‘মহান বন্ধুকে’ রাশিয়াকে পরাজিত না করা পর্যন্ত অস্কারটি আগলে রাখতে বলেছেন।

আল আরাবিয়া নিউজের এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (৮ নভেম্বর) জেলেনস্কির অফিস থেকে একটি ভিডিও শেয়ার করেন শন পেন। ভিডিওতে জেলেনস্কির হাতে অস্কার তুলে দিতে দেখা গেছে জনপ্রিয় অভিনেতা শন পেনকে। তিনি বলছিলেন, ‘এটা (অস্কার) তোমার জন্য। যখন তুমি জিতবে তখন এটি মালিবুতে ফিরিয়ে এনো।’

উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর অল্প কিছুদিন আগে দোনেতস্ক ও লুহানস্ক গিয়েছিলেন ৬১ বছর বয়সী শন পেন। সেখানে তিনি মূলত ওই অঞ্চলের বিরুদ্ধে কিয়েভের যুদ্ধ সম্পর্কে একটি তথ্যচিত্র তৈরি করতে যান।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply