Site icon Jamuna Television

আইএমএফ এর ঋণ পাচ্ছে বাংলাদেশ

বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ পাচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। নিজেদের জন্যই সংস্থাটির দেয়া শর্ত বাস্তবায়ন দরকার বলে উল্লেখ করেছেন তিনি।

বুধবার (৯ নভেম্বর) সচিবালয়ে আইএমএফের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান অর্থমন্ত্রী। বলেছেন, আমরা যেভাবে চেয়েছিলাম, আইএমএফ সেভাবেই আমাদের ঋণ দিচ্ছে। আইএমএফের ঋণ আমরা পেতে যাচ্ছি ইনশাল্লাহ।

অর্থমন্ত্রী বলেন, আগামী তিন মাসের মধ্যে ঋণ অনুমোদন করবে আইএমএফ। ঋণের পরিমাণ সাড়ে ৪ বিলিয়ন ডলার। সাত কিস্তিতে ২০২৬ সাল পর্যন্ত এ ঋণ আসবে। প্রথম কিস্তি আসবে আগামী বছরের ফেব্রুয়ারিতে। বাকি ঋণ প্রতি ছয় মাস অন্তর অন্তর ৬৬০ মিলিয়ন এসডিআর (স্পেশাল ড্রয়িং রাইটস) হিসেবে ৬টি সমান কিস্তিতে ২০২৬ সালের মধ্যে পাওয়া যাবে।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৪ বিলিয়ন ডলারের কিছু বেশি বলে জানিয়েছেন আ হ ম মুস্তফা কামাল। বলেন, সংকট কাটিয়ে আবারও আগের উচ্চতায় পৌঁছাবে রিজার্ভ ভান্ডার।

প্রসঙ্গত, বৈশ্বিক মন্দা ও দেশীয় পরিস্থিতি মোকাবেলা করতে সরকার আইএমএফের কাছে সাড়ে চার বিলিয়ন ডলার ঋণের আবেদন করেছিল। এর প্রেক্ষিতে গেলো ২৬ অক্টোবর ঢাকায় আসে সংস্থাটির প্রতিনিধি দল। বাংলাদেশ ব্যাংক, এনবিআর, বিএসইসিসহ বিভিন্ন সরকারি দফতরে মতবিনিময় করেন আইএমএফ কর্মকর্তারা। আজ বুধবার তাদের সঙ্গে সচিবালয়ে চূড়ান্ত বৈঠক হয়।

/এমএন

Exit mobile version