Site icon Jamuna Television

অভিনেত্রী দেবশ্রী রায়ের মাতৃবিয়োগ

ছবি: সংগৃহীত।

ভারতীয় অভিনেত্রী দেবশ্রী রায়ের মা আরতি রায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। শেষ সময়ে তার পাশে ছিলেন ৩ মেয়েই। খবর আনন্দবাজার পত্রিকার।

মঙ্গলবার (৮ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আরতি রায়। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। গত কয়েক মাস ধরে তিনি অভিনেত্রীর বোনের বাড়িতে ছিলেন, সেখানেই তার চিকিৎসা চলছিল।

মায়ের স্মৃতিচারণ করে শোকাহত দেবশ্রী বলেন, বুঝতেই পারিনি মা কখন চলে গেলেন। মায়ের জন্যই আমার অভিনেত্রী হয়ে ওঠা। মা ছাড়া আমার কোনো অভিপ্রায়ই ছিল না অভিনেত্রী হওয়ার। বার্ধক্যজনিত সমস্যা ছাড়া মায়ের বিশেষ কোনো রোগ ছিল না। তিন মেয়ে পাশে ছিল, তাই খুব শান্তিতে গিয়েছেন মা।

উল্লেখ্য আরতি রায়ের বড় মেয়ে কৃষ্ণা মুখার্জি হলেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জির মা। অর্থাৎ সম্পর্কে দেবশ্রী রায় রানি মুখার্জির খালা হন। পরিবার সূত্রে জানা গেছে, রানি মুখার্জি নিজেও কিছুটা অসুস্থ থাকায় এই মুহূর্তে আসতে পারছেন না তিনি।

এসজেড/

Exit mobile version