Site icon Jamuna Television

বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা; ইএ স্পোর্টসের ভবিষ্যদ্বাণী

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরইমধ্যে আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান ইএ স্পোর্টস ভবিষ্যদ্বাণী করেছে, আসন্ন কাতার বিশ্বকাপে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা।

শুধু তাই নয় তারা বলছে, গোল্ডেন বুট ও বল জিতবেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। খবর ইএসপিএন।

ইএ স্পোর্টস ভবিষ্যদ্বাণীতে বলেছে, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ব্রাজিল, ফ্রান্স, পর্তুগাল এবং ইংল্যান্ডসহ কয়েকটি দেশ দারুণ প্রতিযোগিতা করবে। তাদের মতে, কাতার বিশ্বকাপ-২০২২ এর ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাস্পিয়ন ব্রাজিল। সেখানে ১-০ গোলে জয় পাবে লিওনেল মেসির দল।

সেমিফাইনালে ফ্রান্স, ব্রাজিল, আর্জেন্টিনা ও পর্তুগাল দেখছে তারা। এর মধ্যে সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে যাবে আর্জেন্টিনা। অন্যদিকে পর্তুগালকে পেনাল্টিতে হারিয়ে ফাইনাল খেলবে ব্রাজিল। সাত ম্যাচ খেলে লিওনেল মেসি ৮ গোল করবেন এবং জিতবেন আসর সেরার পুরস্কার। একই ম্যাচ খেলে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে করবেন ৭ গোল এবং ৫ ম্যাচে ৬ গোল করবেন ডাচ ফুটবলার মেমফিস ডিপাই।

/এনএএস

Exit mobile version