Site icon Jamuna Television

পুঁজিবাজারে ব্যাংকের অতিরিক্ত বিনিয়োগ: সমন্বয়ে আরও ১ বছর সময় বৃদ্ধি

পুঁজিবাজারে ব্যাংকের অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ে আরও এক বছর সময় পাওয়া যাবে। এর সুবাদে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় পেলো প্রতিষ্ঠানগুলো। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মূলধনের ২৫ শতাংশ পর্যন্ত পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারে বাণিজ্যিক ব্যাংক। এর বেশি হলে তা সমন্বয়ের বাধ্যবাধকতা আছে। তাই পুঁজিবাজারে স্থিতিশীলতা রাখতে কিছুটা বাড়তি সময় দেয়া হলো।

আরও বলা হয়, যেসব ব্যাংক অন্য কোম্পানির শেয়ার কিনতে সামষ্টিক বা এককভাবে সীমার অতিরিক্ত বিনিয়োগ করেছে, তা একই সময়ের মধ্যে সমন্বয় করতে হবে। পাশাপাশি, সীমার অতিরিক্ত বিনিয়োগকারী ব্যাংক তাদের বিনিয়োগ আর বাড়াতে পারবেন না।

/এমএন

Exit mobile version