Site icon Jamuna Television

‘বাংলাদেশি নারী শ্রমিকদের নির্যাতন বন্ধে নজর রাখছে জাতিসংঘ’

বাংলাদেশি নারী শ্রমিকদের ওপর নির্যাতন বন্ধে নিয়োগকারী দেশগুলো কী ব্যবস্থা নিচ্ছে, সেদিকে নজর রাখছে জাতিসংঘ।

এ তথ্য জানিয়ে জাতিসংঘের বিশেষ র‍্যাপোটিয়ার সিবান মোনালি বলেছেন, নারী শ্রমিকরা যৌন নির্যাতনসহ নানা অত্যাচারের শিকার হন। পাশাপাশি বাংলাদেশ-ভারত সীমান্ত দিয়ে নারী ও শিশু পাচারের ঘটনায় উদ্বেগও জানান তিনি। সংখ্যা নির্দিষ্ট করে না বললেও এ ধরনের অপরাধ যে বাড়ছে, তা বন্ধ করতে উদ্যোগ নেয়ার পরামর্শ দেন সিবান মোনালি।

বাংলাদেশ সফরে এসে নারী ও শিশু পাচার নিয়ে কাজ করা এই বিশেষজ্ঞ জানান, মানবপাচার মানবাধিকারের সুস্পষ্ট লংঘন। বাংলাদেশে নিয়ে তার যে পর্যবেক্ষণ তা জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বার্ষিক প্রতিবেদনে প্রকাশিত হবে বলেও জানান তিনি।

সিবান মোনালি বলেন, বাংলাদেশে বিদেশ থেকে ফিরে আসা অনেক নারী নিজের পরিবার ও সমাজে নানা অনাচার ও অবিচারের শিকার হচ্ছেন।

/এমএন

Exit mobile version