Site icon Jamuna Television

এই পরাজয় হজম করা কঠিন: কেন উইলিয়ামসন

সেমিফাইনাল থেকে ছিটকে হতাশ কেন উইলিয়ামসন। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ধারাবাহিক খেলে একদিন বাজে খেলার খেসারত দিয়ে ছিটকে পড়তে হলো নিউজিল্যান্ডকে। আসরের সেমিফাইনালে পাকিস্তানের ৭ উইকেটে পরাজয়টি মেনে নেয়া কঠিন বলে জানিয়ে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, এই পরাজয় হজম করা কঠিন।

ম্যাচ শেষে কেন উইলিয়ামসন বলেন, পাকিস্তান দারুণ খেলেছে। তারপর অবশ্য কিছুটা ছন্দ ফিরে পাই আমরা। আমাদের ব্যাটিংয়ের পর ভেবছিলাম, চ্যালেঞ্জিং সংগ্রহ গড়তে পেরেছি। কিন্তু রান তাড়ায় পাকিস্তানের কাজ আরও কঠিন করে তুলতে পারিনি বলে হতাশ লাগছে। ফিল্ডিংয়ের কথা বললে, ঠিক আছে। খারাপ হয়নি। তবে সত্যি কথা বলতে, কিছু জায়গায় আমরা আরও সুশৃঙ্খল হতে চেয়েছিলাম।

কিউই অধিনায়ক আরও বলেন, যোগ্য দল হিসেবে জিতেছে পাকিস্তান। রাউন্ড রবিন লিগের পুরোটা জুড়েই ভালো খেলার পর আজই আমরা সেরা পারফরমেন্স দিতে পারিনি। তবে আমরা এই ফরম্যাটের প্রকৃতি জানি।

আরও পড়ুন: ‘পাওয়ার প্লে কাজে লাগানোর পরিকল্পনা ছিল, যাতে পরের ব্যাটাররা চাপমুক্ত হয়ে খেলতে পারে’

/এম ই

Exit mobile version