Site icon Jamuna Television

তোমার নিজের স্বামীকে নিয়ে সন্তষ্ট থাকা উচিত ছিল: মিমকে পরীমণি

কয়েকদিন আগেই রায়হান রাফির ‘দামাল’ সিনেমার প্রোমোশনে সহশিল্পী বিদ্যা সিনহা মিমের হাত ধরা নিয়ে স্বামী শরীফুল ইসলাম রাজের প্রতি অসন্তোষ প্রকাশ করেছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। তবে এবার যেনো একটু বেশিই ক্ষেপেছেন পরী।

বুধবার (৯ নভেম্বর) দিবাগত রাত ৩টায় নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা তিন লাইনের এক স্ট্যাটাসে পরাণ ও দামাল সিনেমার কলাকুশলীদেরকে এক হাত নিয়েছেন পরী।

ওই ফেসবুক পোস্টের প্রথম লাইনেই চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফির উদ্দেশে পরী লিখেছেন, রায়হান রাফি সিনেমার সাথে সাথে দালালিটাও ভালো করেন দেখি! এরপরের লাইনে ক্ষোভ ঝেড়েছেন জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিমের ওপর। মিমের উদ্দেশে পরী লিখেছেন ‘নিজের জামাইকে নিয়েই সন্তষ্ট থাকা উচিত ছিল।

পরীর স্ট্যাটাস।

আর সর্বশেষ লাইনটা স্বামী শরিফুল রাজকে উদ্দেশে লিখেছেন পরী। তিনি লেখেন, এটা এতোদূর গড়াতে দেয়া উচিত হয়নি তোমার।

তবে ঠিক কী কারণে পরী সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন মন্তব্য করেছেনে তা এখনও পরিষ্কার না। তবে দামালের প্রমোশনে রাজ-মিমের হাতধরা ইস্যু নিয়ে তিনি এমনটা করতে পারেন বলে মনে করছেন ভক্তরা। কেউ কেউ এও বলছেন, রাজ-পরীর সংসারে ঢুকে পড়েছে অবিশ্বাস।

/এসএইচ

Exit mobile version